হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে ভারত থেকে পুশইন

by The Justice Bangla

আ ফ ম আসাদ উল্লাহঃ  হবিগঞ্জের সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এ তথ্য দেন।

তিনি বলেন, আটক সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধরে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।

ওসি আরও বলেন, এ ১৯ জন নারী, পুরুষ ও শিশু কুড়িগ্রাম জেলার তিনটি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আটক ব্যক্তিরা কালেঙ্গা সীমান্তে বিজিবির হেফাজতে রয়েছে।

You may also like

Leave a Comment