সাবেক স্বেচ্ছাসেবক নেতার স্মৃতি রক্ষায় ফুটবল টুর্নামেন্ট: প্রশংসায় ভাসছেন তানজিভ, ইয়াছিন ও পারভেজ

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে চাঁদগাজী জুনিয়র একাদশ কতৃক আয়োজিত সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা মরহুম হাবিবুর রহমান হাবিবের স্মৃতি ধরে রাখতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ ও সজীব ক্রীড়াচাঞ্চল্য সৃষ্টি করেছে এই আয়োজন।

মাঠজুড়ে জমে ওঠা খেলার উত্তাপ, দর্শকদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণকারী দলের প্রতিযোগিতামুখর মনোভাব টুর্নামেন্টকে পরিণত করেছে এক প্রাণবন্ত খেলাধুলার উৎসবে। আর এই পুরো পরিকল্পনা ও সফল বাস্তবায়নে প্রশংসায় ভাসছেন চাঁদগাজী জুনিয়র একাদশ সদস্য তরুণ সংগঠক,মহামায়া ইউনিয়ন ছাএদলের সাধারন-সম্পাদক তানজিভ রেজবী,মহামায়া ইউনিয়ন যুবদল সদস্য ইয়াছিন মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলে’র সদস্য মো. পারভেজ।

এলাকাবাসীর মতে, মরহুম হাবিবুর রহমান হাবিব ছিলেন মহামায়া ইউনিয়নের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি, যিনি তার উৎসাহ ও নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন তরুণ সমাজকে খেলাধুলায় অনুপ্রাণিত করেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয়দের মাঝে আনন্দ ও আবেগের এক বিশেষ স্রোত বইছে।

খেলোয়াড়দের উৎসাহ, মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উচ্ছ্বাস এবং দর্শকদের সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় থাকা তানজিভ রেজবী, ইয়াছিন মজুমদার ও মো. পারভেজ বলেন, মরহুম হাবিব ভাই শুধু একজন স্বেচ্ছাসেবক নেতা ছিলেন না, তিনি ছিলেন তরুণদের অনুপ্রেরণা। তাঁর স্মৃতিকে ধারণ করে আমরা চাই বছরে কমপক্ষে একবার হলেও এমন মানসম্মত ক্রীড়া আয়োজন হোক, যাতে তরুণরা মাঠমুখী হয় এবং নৈতিকভাবে শক্তিশালী হয়।

স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করেন, এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটি মহামায়া ইউনিয়নের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। তরুণদের খেলাধুলায় যুক্ত করা, নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং সুস্থ মননের সমাজ গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

সব মিলিয়ে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মহামায়া ইউনিয়নের ক্রীড়া অঙ্গনকে নতুন আলোয় আলোকিত করেছে যা এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে গভীরভাবে।

You may also like

Leave a Comment