সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের আয়োজনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ ২৪ শে’র গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহীদদের স্মরণ ও আহতদের জন্য দোয়া মাহফিল করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

৫ আগষ্ট সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক আমিনুল হক চৌধুরী।

জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজার এর সভাপতি এমআর খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক এম বেদারুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সদস্য যথাক্রমে সাঈদ জালাল, নুরুল আমিন হেলালী, জিয়াউল করিম, আবদুল মতিন চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সিরাদ্দৌলা হেলালী, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহ আলম, সাংবাদিক মোজাম্মেল, অন্তর দে বিশালসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment