সংঘবদ্ধ রিপোর্টে ফেসবুক পেজ রিমুভ, অভিযোগ আসিফ মাহমুদের

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ জানান, প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার অফিশিয়াল পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক দিয়ে সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে আমার অফিশিয়াল পেজটি রিমুভ করা হয়েছে।’ তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয় এবং হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

You may also like

Leave a Comment