চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আখন্দের পিতা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা জামাল উদ্দিন আখন্দ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগে রোববার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১১টায় চট্টগ্রামের খুলশী থানাধীন লেক ভ্যালী আবাসিক এলাকার নুরীয়া মাদরাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাদবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক শোকবার্তা দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।