রামুতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

by Samir Khan
রামুতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বালুবাহী ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। চাকমারকুল কলঘর বাজার এলাকার এন.আলম ফিলিং স্টেশনের সামনে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার বাসিন্দা এবং মৃত ফারুক আহমদের ছেলে।

রামু তুলাতুলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাইফুল ইসলাম নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কক্সবাজার নগরে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

You may also like

Leave a Comment