রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ও স্থানীয় ব্যবসায়ী মিন্টুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা এসব ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমরান লতিফ খোকন এবং সঞ্চালনা করেন ফুয়াদ হোসেন মুরাদ। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীন, প্রেসক্লাব সভাপতি আউয়ায় কালাম বেগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।