মীরসরাইয়ের মায়ানীতে স্বেচ্ছাশ্রমে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করল কৃষকদল

by The Justice Bangla

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের মানিক সরকার লাল সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছে কৃষকদল। শনিবার সকালে মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে এ সংস্কারকাজ শুরু হয়।

মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার মানিক সরকার লাল সড়কে চলমান এ কর্মসূচিতে অংশ নেন মীরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনসহ দুই ইউনিয়নের নেতাকর্মীরা। সড়কের খানাখন্দ ভরাট ও চলাচলের উপযোগী করতে হাতে কোদাল–শাবল নিয়ে শ্রম দেন কৃষকদলের নেতাকর্মীরা।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই আমরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও কৃষকদল জনকল্যাণমূলক এমন কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।

সংস্কারকাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ দুই ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা।

এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

You may also like

Leave a Comment