মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিরসরাই উপজেলায় ক্রমবর্ধমান চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক–এর মিরসরাই পৌর সদরে ‘দল–মত নির্বিশেষে’ সব শ্রেণী–পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, ভুক্তভোগী পরিবার ও সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা ও উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাব–এর সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী নুরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মনোনীত প্রার্থী সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ, এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রতিনিধি মেহেদী হাসান–সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
বক্তারা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।
আয়োজকদের পক্ষ থেকে চুরি–ডাকাতি প্রতিরোধে নির্দিষ্ট সুপারিশ ও দাবিগুলো হলো দুই থানায় একটি জরুরি হটলাইন চালু করা, পুলিশি টহল নিয়মিত ও জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো, নাগরিক সচেতনতা বাড়াতে স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সচেতনতামূলক প্রচারণা, এলাকাভিত্তিক চুরি–ডাকাতি প্রতিরোধ সেল (Citizen Watch Cell) গঠন, যেখানে স্থানীয় তরুণ, স্বেচ্ছাসেবী ও জনপ্রতিনিধিদের সংযুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা ও সামাজিক প্রতিরোধ কাঠামো গড়ে তুলতে পারলে মিরসরাইয়ে আতঙ্কের পরিবেশ কাটিয়ে ওঠা সম্ভব।