মহেশখালীতে যুবদল নেতার চিংড়িঘের উচ্ছেদ

৫০ একর বনভূমি দখলমুক্ত করল বন বিভাগ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজারঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় প্যারাবনের সৃজিত বাইন গাছ কেটে অবৈধভাবে চিংড়িঘের স্থাপন করছিল স্থানীয় যুবদল নেতা আমান উল্লাহ ও তার সহযোগীরা। বন বিভাগের অভিযানে রোববার (৩ আগস্ট) প্রায় ৫০ একর সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে অংশ নেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলীর নেতৃত্বে বড়দিয়া, ঘটিভাঙ্গা ও ঝাপুয়া বিট কর্মকর্তারা। অর্ধশতাধিক শ্রমিক নিয়ে অভিযানে বাঁধ কেটে চিংড়িঘের সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

বিকেল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, প্যারাবনের বাইন গাছ কেটে সরকারি জমিতে চিংড়িঘের করার অভিযোগে যুবদল নেতা আমান উল্লাহসহ লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আবদুল গফুর, আবু বক্কর ও আবু সৈয়দ ভেট্টা নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ কাজ করছিল।

গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন,
“দখলকৃত চিংড়িঘের উচ্ছেদ করে ৫০ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রস্তুত করা হচ্ছে।

You may also like

Leave a Comment