মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উ:সতর নদীর কূলবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন। দীর্ঘদিন ধরে বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়া এ রাস্তা স্থানীয়দের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করেছিল। অবশেষে পুনর্গঠন কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ফরাজী ও যুগ্ম আহ্বায়ক কাজী মোজাম্মেল। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক কর্মী ও বাসিন্দারা উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজ শুরুর এ উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়রা জানান, রাস্তা ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চলাচলে বিপাকে পড়তে হয়েছে।
স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ছিল স্থবির। নদীর পাড় রক্ষায় ও এলাকার যোগাযোগ ব্যবস্থায় এ সংস্কার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
উদ্বোধন শেষে ফজলুল করিম লিটন জানান, মানুষের কষ্ট লাঘবের জন্যই আজ এই সংস্কার কাজের সূচনা করা হলো। এলাকাবাসীর সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হবে।