ফেনী প্রতিনিধিঃ ফেনী-৩ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল মাও. মাঈনুদ্দিন ফরায়েজিকে সংবর্ধনা দিয়েছে সংগঠনের সোনাগাজী-দাগনভূঞা উপজেলা কমিটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাগাজীর নিউ হার্বি রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সুপ্রাচীন ইসলামী সংগঠন জমিয়মে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইতিমধ্যে শতবর্ষ অতিবাহিত করেছে। দেশের সকল অর্জনে ওলামায়ে কেরামের অনেক অবদান রয়েছে। আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার জন্য ফেনীর তিনটি আসনে জমিয়ত মনোনীত প্রার্থীদের খেজুরগাছ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় সোনাগাজী ওলামাবাজার মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন , ফেনী-১ আসনের প্রার্থী আবদুল কাউয়ুম , ফেনী-২ মুফতি তাহের ইবনে সাঈদ, জমিয়তে উলামায়ে ইসলামের সংগঠক মাও. রহমত উল্যাহ,
মাওলানা ইলিয়াছ, খেলাফত মজলিশ সোনাগাজীর সহসভাপতি মাও. আশ্রাফুল ইসলাম, মাদরাসা শিক্ষক মাও, ইমাম হোসেন, ফেনী জেলা কমিটির সদস্য সচিব আবদুল আজিজ, সদস্য মাও. হেলাল উদ্দিন, যুব জমিয়তের আহবায়ক ফয়জুল্যাহ প্রমূখ।