ফেনী-০১: মহামায়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগে অংশ নেন মহামায়া ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

গণসংযোগে নেতৃত্ব দেন মহামায়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম লিটন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিশু, মহামায়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন ফরাজী, মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জুটন ও স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. পারভেজ।

এছাড়াও গণসংযোগে অংশ নেন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতা-কর্মী। তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সরকারের ব্যর্থতা, নিপীড়ন-নির্যাতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের বিপুল সমর্থন ও গণজোয়ারই এবার পরিবর্তনের বার্তা দিবে।

You may also like

Leave a Comment