কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভালো কাজ ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালের ফাঁদে ফেলে অবৈধ পথে ভারতে নেওয়া চার বাংলাদেশি নারীকে দেশে ফেরত আনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । পরে তাদের গ্রহণ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ।
দেশে ফিরে আসা ভুক্তভোগী নারীরা হলেন—পাবনার আখি আক্তার (২০), কুমিল্লার বাঞ্চারামপুরের আদিবা চৌধুরি (২৩), মাদারীপুরের সুমাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬)।
ফেরত আসা আখি আক্তার গণমাধ্যমকে জানান, ‘জান্নাত’ নামের এক নারীর প্রলোভনে পড়ে ২২ নভেম্বর তারা সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে একটি প্রাইভেটকারে করে আসামের গুয়াহাটি শহরে নেওয়া হয়। কিন্তু পরদিন ২৩ নভেম্বর ভারতীয় পুলিশ তাদের আটক করে। নিজের ভুল স্বীকার করে আখি বলেন, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গিয়ে আমরা বড় ভুল করেছিলাম।
সীমান্তের মেইন পিলার ১০১৫–এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।
কুড়িগ্রাম–২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, “বিএসএফের আনুষ্ঠানিক হস্তান্তরের পর ওই চার নারীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বিজিবি সদস্যরা তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা ইতিমধ্যে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছি। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের জিম্মায় দেওয়া হবে।
মানবপাচার ও দালালচক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।