জাতীয় বৌদ্ধ যুব উৎসব ২০২৬ অনুষ্ঠিত

রেইনবো নেশন ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করা দরকার : আমীর খসরু

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্কঃ রেইনবো নেশন ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার কে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে “বৌদ্ধ যুব উৎসব ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০ টিরও বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবটি বৌদ্ধ যুব সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও আয়োজক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে “রেইনবো নেশন” ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন। এবং তরুণ নেতৃত্বে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব সহকারে আলোচনা করেন।

যুব সংগঠক প্রীতম বড়ুয়া ডালিম এবং দীপান্বিতা চৌধুরী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং বিএনপি’র সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। তিনি তরুণদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্যে নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকার প্রেক্ষাপটে বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলসমূহে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি জনাব আবু সুফিয়ান মহোদয়। তিনি বৌদ্ধ তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন , চট্টগ্রামের প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

উৎসবের মূল আকর্ষণ ছিল “ভবিষ্যতের বাংলাদেশে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ নেতা ও উদ্যোক্তা জনাব ইসরাফিল খসরু চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা অপরিহার্য। তিনি আরও বলেন, প্রযুক্তি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে পারলেই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। সেমিনারে উপস্থিত বৌদ্ধ তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধিতরা হলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান ড.সুদীপ্তা বড়ুয়া,ডা:অসীম বড়ুয়া,প্রকৌশলী সীমান্ত বড়ুয়া,রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড,রোটারিয়ান অমরেশ বড়ুয়া,লায়ন সোহেল বড়ুয়া,সাংবাদিক সুবল বড়ুয়া, ডা:হিমাদ্রী বড়ুয়া,ড.সৌমেন বড়ুয়া,প্রকৌশলী প্রদীপ বড়ুয়া,এডভোকেট বুলবুল বড়ুয়া,লেখক অমল বড়ুয়া,নৃত্য শিল্পী অনন্যা বড়ুয়া,ডা: কল্লোল বড়ুয়া,লায়ন ধনঞ্জয় বড়ুয়া,কীর্তনীয়া রুপায়ন বড়ুয়া ও নয়ন বড়ুয়া,অনুপম বড়ুয়া পারু,লেখক সরিৎ চৌধুরী,সংগীত শিল্পী প্রত্যয় বড়ুয়া,রতন চৌধুরী,সজল বড়ুয়া,প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, সাংবাদিক বিপ্লব বিজয়,সুপম বড়ুয়া,নিতীশ বড়ুয়া,পিয়াল বড়ুয়া রোহান,সন্জয় বড়ুয়া সহ আরো বিভিন্ন সংগঠনের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,বুড্ডিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট (BDT),বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন,কন্হক,সম্যক,সীবলী সংসদ,ত্রিরত্ন সংঘ,বাংলাদেশ বৌদ্ধ মানবিক ব্লাড ব্যাংক,ধর্মচক্র,পিঙ্গলা সুবর্ণ শিখা পরিষদ,চরকানাই অমিতাভ সংস্থা,তরুণ কর্মী সংঘ বেপারী পাড়া,হিল চাদিগাং বৌদ্ধ বিহার,বুদ্ধ ধর্ম একতা সংঘ,মার্গ,নন্দন,অগ্রদূত,নবদূত,ছন্দক,আর্য সংঘ,অঙ্কুর,দূর্লভ,বৌদ্ধ তরুণ,আবির্ভাব,মৈত্রী সংঘ চান্দগাঁও,সম্বুদ্ধ ঐক্য পরিষদ,মতইন বৌদ্ধ সংঘ নোয়াখালী,জলদী ইয়ং সংসদ,হাটহাজারী সুগত সংঘ,কুমিল্লা-নোয়াখালী বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি,শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘ,ত্রিপিটক রিসার্চ সোসাইটি,সদ্ধর্ম তীর্থ পরিক্রমা,চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদ,বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন সহ মোট ১৩০ টি সংগঠন।

You may also like

Leave a Comment