মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা মধ্যম পাড়া ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল বন্ধু একতা সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচের কারণে।
ফাইনালে মুখোমুখি হয় চাঁদগাজী ইয়াং স্পোর্টিং ক্লাব এবং ইয়াং মুন স্টার। নির্ধারিত ৩০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে সমানতালে লড়াই করলেও কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি ০–০ গোলে ড্র হয়। পরে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ২–১ গোলে জয় লাভ করে চাঁদগাজী ইয়াং স্পোর্টিং ক্লাব। এ জয় তাদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে।
খেলা শেষে আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সী আবদুল কাইয়ুম (যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি), আবদুল হালিম (যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি), কাজী আবদুল মোমিন (আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন যুবদল), হাফিফ মজুমদার, মিজানুর রহমান জুয়েল পাটোয়ারী (যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন যুবদল), মুন্সী জামাল উদ্দিন (সংগঠক, মহামায়া ইউনিয়ন বিএনপি), মুন্সী ওমর ফারুক (সভাপতি, মহামায়া ইউনিয়ন ছাত্রদল), মেহেদী রাহাত (সদস্য, মহামায়া ইউনিয়ন ছাত্রদল),
ইসমাইল হোসেন (সংগঠক, মহামায়া ইউনিয়ন বিএনপি),
সাইফুল ইসলাম পাটোয়ারী (প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক),
আহসান উল্যাহ (প্রবাসী ব্যবসায়ী), দাউদ নবী (সাবেক ছাত্রনেতা, মহামায়া ইউনিয়ন ছাত্রদল)সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ইয়াছিন মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য, চাঁদগাজী জুনিয়র একাদশ।
সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালমান, প্রতিষ্ঠাতা সদস্য, মাটিয়াগোদা বন্ধু একতা সংঘ।
সুন্দর ও প্রাণবন্ত ধারাভাষ্যে খেলাকে আরও উপভোগ্য করে তুলেন মোহাম্মদ পারভেজ, সদস্য, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়া খেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন মাটিয়াগোদা বন্ধু একতা সংঘ ক্লাবের সদস্য মোহাম্মদ আশিক, আবদুল আল নোমার, মুন্সী আজগরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা মন্তব্য করেন, টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।