চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

by The Justice Bangla

মোঃ ইফতেখার উদ্দিন সাকিব: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী শারীরিক কসরতের সমাপ্তি উপলক্ষে আয়োজিত গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে দামপাড়া পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে শৃঙ্খলা, দক্ষতা এবং মনোমুগ্ধকর প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের মেধা ও প্রশিক্ষণ তুলে ধরেন।

মাসব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ সদস্যরা ড্রিলিং, মার্চিং, রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম প্রদর্শনী, কালার গার্ড ও ক্লোজ গার্ড প্রভৃতি কার্যক্রমে অংশ নেন।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম। তিনি প্যারেডে সালাম গ্রহণ করেন এবং পুরো প্যারেড পরিদর্শন করেন। এসময় তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং সরকারি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও দক্ষতার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

প্যারেডের নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়া উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

You may also like

Leave a Comment