কক্সবাজার সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৫

পলাতক আরও ২ জন, তদন্তে ট্যুরিস্ট পুলিশ

by Samir Khan
কক্সবাজার সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ জানায়, নারী পর্যটক সানজিদা আক্তার (২০) ও তার স্বামী সৈকতে ঘুরতে গেলে রাত ৩টার দিকে হঠাৎ ৫ যুবক তাদের ঘিরে ফেলে। নানা অজুহাতে কথা বলতে শুরু করে অভিযুক্তরা। একপর্যায়ে এক যুবক ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সাথে সাথে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

ঘটনার সময় টহলরত ট্যুরিস্ট পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচ যুবককে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন: আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) এবং আমিনুল হোসেন (১৮)। তারা কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, অভিযুক্তদের সাথে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামে আরও দুই যুবক পলাতক রয়েছে। তাদের খুঁজে পেতে অভিযান ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরণের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।”

আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment