জাস্টিস বাংলা ডেস্কঃ ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন–পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে শুরু হওয়া চলমান বিক্ষোভ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক প্রদেশে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়ার পরই ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
গত রবিবার ইরানের বিভিন্ন অঞ্চলে দোকানদাররা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা জাতীয় মুদ্রার ব্যাপক দরপতন ও লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন।
এরপর বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়, যা ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও সহিংসতায় হতাহতের খবর বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পর থেকেই দেশটির অর্থনীতি দীর্ঘ সময় ধরে চরম চাপের মুখে রয়েছে, যা বর্তমান বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।