উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ছয়জনের

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় পুরো তলা অন্ধকার হয়ে পড়ে। বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একই পরিবারের ফজলে রাব্বি রিজভী, আফসানা আক্তার সুবর্ণ ও তাদের সন্তান মো. রিশন রয়েছেন। অন্য নিহতরা হলেন হারিছ উদ্দিন, মো. রাহাব ও রোদেলা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবার ও প্রতিবেশীরা।

You may also like

Leave a Comment