মীরসরাইয়ে তারুণ্যের নির্বাচনী ভাবনাও প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

by The Justice Bangla

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মীরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নৈসর্গিক মহামায়া লেকের মনোরম পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী নুরুল আমিন।

মীরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আশাকাঙ্খা ও প্রত্যাশার একটি বাস্তব প্রতিফলনে পরিণত হয়।

মুক্তমঞ্চে শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট নিজেদের আশা ভরসা, প্রত্যাশা, প্রশ্ন ও ভবিষ্যৎ ভাবনা অকপটে উপস্থাপন করেন। সমসাময়িক সামাজিক, শিক্ষাগত ও নাগরিক নানা সমস্যা আলোচনায় উঠে আসে এবং একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তরুণ সমাজের শক্তি, সচেতনতা ও ন্যায়ের আকাঙ্খার প্রতীক। তিনি এই গণ অভ্যুত্থানের শক্তিকে সমুন্নত রেখে বৈষম্যহীন ও নিরাপদ সমাজ নিশ্চিত করার আশ্বাস দেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মীরসরাই গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনম‚লক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

You may also like

Leave a Comment