ভেনেজুয়েলায় মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ, নিহত ও আহতের খবর

by The Justice Bangla

নিজস্ব সংবাদদাতাঃ ভেনেজুয়েলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় দুই হাজার সমর্থক গত রোববার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা দাবি করেন, যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দিক। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিক্ষোভে মাদুরোপন্থি আধাসামরিক সদস্য এবং মোটরবাইক আরোহীদের একটি দলও অংশ নেন। বিক্ষোভকারীরা হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা বহন করেন। এক সমর্থকের প্লাকার্ডে লেখা ছিল, “আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন”, যেখানে মাদুরোর পূর্বসূরি হুগো চাভেজের ছবি দেখা যায়। অন্য একটি প্লাকার্ডে লেখা ছিল, “ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়”, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি দেওয়া ঘোষণার প্রতি ইঙ্গিত।

আজ সোমবার মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সঙ্গে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’ অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা দলের একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, পাশাপাশি সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।

You may also like

Leave a Comment