ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করে গড়া হবে: ড. আসিফ নজরুল

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোববার সচিবালয়ে দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের জন্য তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আয় করা সম্ভব। এতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন নেই এবং চাকরির পেছনে ঘুরতে হয় না। তথ্যপ্রযুক্তির যুগে স্থান ও সময় আর বাধা নয়।

ড. আসিফ নজরুল আরও বলেন, এই প্রশিক্ষণ প্রকল্প আরও বিস্তৃত করা প্রয়োজন। ১৮ হাজার নয়, ভবিষ্যতে লাখো যুবককে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, তিন মাস মেয়াদি পঞ্চম ব্যাচের প্রশিক্ষণে দেশের ৪৮ জেলায় মোট ৩ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী, ন্যূনতম এইচএসসি পাস যুব ও যুব নারীরা এতে অংশগ্রহণ করছেন।

You may also like

Leave a Comment