মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার প্রেসক্লাব আয়োজন করে এ কর্মসূচি।
শোকসভায় বক্তারা বলেন, “সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সুপার ওমেন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্যায় ও জুলুমের শিকার হলেও ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ করেননি। তার সফলতার প্রমাণ হলো জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ।”
প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমান সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী সঞ্চালনা করেন।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরী, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান এবং কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি ও সদস্যরা।
সভায় জেলা যুবদলের নেতা এবং জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করেন।
এর আগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা কামাল উদ্দিন ও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আব্দুল কাইয়ুম মোনাজাত পরিচালনা করেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে।