মিরসরাইয়ে মনোনয়ন জমা দিলেন ৯ প্রার্থী

by The Justice Bangla

মিরসরাই প্রতিনিধিঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১ (মিরসরাই) সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন বিএনপির একজন, জাতীয় পার্টির দুইজন, স্বতন্ত্র দুইজন, জামায়াত ইসলামী একজন, মুসলিম লীগ একজন, ইনসানিয়াত বিপ্লব পার্টির একজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকালে মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছে মনোনয়ন জমা দেন জামায়াত ইসলামী প্রার্থী ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লব পার্টির প্রার্থী রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফেরদৌস আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্ল্যা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ সিদ্দিকী।

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং মুসলিম লীগের প্রার্থী জুলফিকার বুলবুল।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন তার কার্যালয়ে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন জমা শেষ হওয়ায় এখন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের অপেক্ষা করছেন ভোটাররা।

You may also like

Leave a Comment