আসন সমঝোতায় জটিলতায় জামায়াত–ইসলামী আন্দোলনসহ আট দল

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল। সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি দফায় দফায় বৈঠক করলেও একক প্রার্থী নির্ধারণে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

সূত্র জানায়, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা তুলনামূলক বেশি হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী আসন না পেলে সমঝোতা প্রক্রিয়া থেকে সরে গিয়ে আলাদা প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিতও দিয়েছে দল দুটি।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, এ ধরনের অবস্থানের পেছনে কোনো বিশেষ মহলের আশ্বাস থাকতে পারে।

এদিকে আট দলের এই জটিলতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে দলটির পক্ষ থেকে অন্তত অর্ধশত আসনের প্রত্যাশার কথা জানানো হয়েছে। সমঝোতা হলে অন্য দলগুলোকেও আরও ছাড় দিতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া আরও কয়েকটি দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে জামায়াতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নির্বাচনি সমঝোতা প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে।

You may also like

Leave a Comment