বিদেশি ক্রিকেটার সংকটে চট্টগ্রাম রয়্যালস, বিপিএল শুরুর আগেই বড় দুশ্চিন্তা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের নতুন আসরের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। অথচ মাঠে নামার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে চট্টগ্রাম রয়্যালস। একের পর এক বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহারে টুর্নামেন্ট শুরুর মুহূর্তে দল গঠন ও প্রস্তুতিতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলার কথা ছিল আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা। তবে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় শেষ পর্যন্ত দুজনই বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। এতে শুরুর আগেই বিদেশি শক্তির বড় অংশ হারাতে হয়েছে দলটিকে।

এর বাইরে পাকিস্তানি তরুণ স্পিনার আবরার আহমেদের বিপিএলে খেলা নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। শুরুতে এনওসি পেলেও বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আবরারকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে অনাগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, খুব শিগগিরই তার এনওসি স্থগিত করা হতে পারে। এমনটি হলে চট্টগ্রামের বিদেশি সমন্বয় আরও দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবমিলিয়ে নতুন আসর শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। হাতে সময় খুবই কম—এই স্বল্প সময়ের মধ্যেই বিকল্প বিদেশি ক্রিকেটার খুঁজে পাওয়া এখন ফ্র্যাঞ্চাইজিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কতটা গুছিয়ে নেওয়া যায়, সেটাই এখন বড় প্রশ্ন।

বিদেশি ধাক্কার মাঝেই মূলত স্থানীয় ক্রিকেটারদের ওপর ভর করেই লড়াইয়ে নামতে হচ্ছে চট্টগ্রামকে—বিপিএলের শুরুতেই যা তাদের জন্য কঠিন এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

You may also like

Leave a Comment