মিরসরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রার্থী–সাংবাদিক মতবিনিময়

অপরাধ দমনে সামাজিক–প্রশাসনিক সমন্বয়ের আহ্বান

by The Justice Bangla

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাম্প্রতিক চুরি–ডাকাতিতে আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মিরসরাই উপজেলা প্রেসক্লাব–এ মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ক্লাব সভাপতি নয়ন কান্তি ধুম–এর সভাপতিত্ব ও সম্পাদক আনোয়ারুল হক নিজামী–এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জাফর উল্যাহ নিজামী, এবং এনসিপির অধ্যাপক আশরাফ উদ্দিন।

বক্তারা বলেন, অপরাধীর দল নেই, তাদের আইনের আওতায় আনতে হবে, পুলিশি টহল ও জনবল বাড়াতে হবে এবং কমিউনিটি পুলিশিংয়ে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সভায় দাওয়াত থাকলেও উপজেলা প্রশাসন ও থানার কর্মকর্তারা উপস্থিত হননি, যা নিয়ে আক্ষেপ জানান তারা।

একইদিন বিকেলে মিরসরাই পৌরসদর–এ নাগরিক সমাজের মানববন্ধনেও আইনশৃঙ্খলা স্বাভাবিকের দাবি তোলা হয়।

You may also like

Leave a Comment