কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আলম (৩০) এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা।
বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মায়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।