মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সড়কের ‘ডাকাত জোন’ হিসেবে খ্যাত হিমছড়ি ঢালায় পৌঁছালে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন তারা। ডাকাতরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে বনের ভেতর নিয়ে যায়।
স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম নিশ্চিত করেছেন, অপহৃতরা হচ্ছেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব রাজঘাটের আব্দুশ শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) এবং ৩নং ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)। তিনি আরও জানান, অপহরণকারীরা ইতিমধ্যে অপহৃতদের মোবাইল থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান,সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও অভিযানে নেতৃত্ব দিচ্ছি। অপহৃতদের উদ্ধারে এবং ডাকাতদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
উল্লেখ্য, অতীতে এই সড়কে একাধিক ডাকাতি ও অপহরণের ঘটনায় ভুক্তভোগীরা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করতে গড়িমসি ও ভোগান্তির অভিযোগ তুলেছেন। কোনো ঘটনারই সঠিক তদন্ত বা অপরাধীদের গ্রেপ্তার হয়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,
দিনের আলোয় এই সড়কে বারবার ডাকাতি-অপহরণ হলেও প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা নেই। এবারও যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, এলাকাবাসীকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য করা হবে।
এলাকাবাসী ডাকাত ও অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।