চট্টগ্রাম প্রতিনিধিঃ ছত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মুক্তিকামী জনতার সংগ্রাম ও ত্যাগের স্মৃতি স্মরণে আয়োজিত এ র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য
র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,
“বাংলাদেশের ইতিহাসে ছত্র জনতার গণঅভ্যুত্থান গণমানুষের অধিকার আদায়ের মাইলফলক। আজও সেই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।”
অন্য নেতাদের উপস্থিতি
এ সময় মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি এ এস এম জামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মোঃ মফিজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন the justice Bangla
গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার বক্তারা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নতুন প্রজন্মকে ঐতিহাসিক এই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই দেশকে গণতান্ত্রিক পথে ফেরানো সম্ভব।
র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্লোগান দেন— “গণতন্ত্র মুক্ত করো”, “অবৈধ সরকারের পদত্যাগ চাই” ইত্যাদি।