আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

জুলাই ঘোষণাপত্র পাঠ বিকেলে; সাংস্কৃতিক অনুষ্ঠান মানিক মিয়ায়

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এ সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

You may also like

Leave a Comment