159
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ রাষ্ট্রদ্রোহ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে অসুস্থতার বিষয়টি তুলে ধরে চিন্ময়ের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ। তিনি জানান, “চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে আক্রান্ত। চিকিৎসার স্বার্থে তার জামিন অত্যন্ত জরুরি ছিল। তাছাড়া ঘটনাগুলোর সময় তিনি কারাগারে ছিলেন, তাই সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না।”
তবে আদালত শুনানি শেষে সব মামলাতেই জামিন আবেদন খারিজ করেন।