মোঃ ইফতেখার উদ্দিন সাকিব: চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর মোঃ ইব্রাহিম হত্যা মামলার পলাতক আসামি মোঃ আলীকে র্যাব-৭(চট্টগ্রাম) গ্রেফতার করেছে, অভিযানে আসামিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনি এলাকা থেকে আটক করা হয়।
নিহত মোঃ ইব্রাহিম চট্টগ্রামের রাউজান থানাধীন শমসের নগর এলাকার বাসিন্দা। গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে রাউজানের গাজীপাড়া আবুল মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ আলীসহ ৪-৫ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে। তারা ভিকটিমকে মারধর করে এবং পরে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি করে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২৪ এপ্রিল রাউজান থানায় ৮ জনকে এজাহারনামীয় এবং ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এজাহারনামীয় ৩ নম্বর আসামি মোঃ আলী পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি এলাকায় অবস্থান করছে। ২৪ মে ২০২৫ তারিখে দুপুর ২টা ৫০ মিনিটে র্যাব-৭-এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আলীকে চট্টগ্রামের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।