নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) পরীক্ষা। চট্টগ্রাম মহানগরের ১৫টি কেন্দ্রে প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি কমিশনার হাফিজ আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এদিন চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা অবশ্যই প্রবেশপত্র ও কালো বলপেন সঙ্গে আনতে পারবেন। তবে মোবাইল ফোন, হাতঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্য কোনো সামগ্রী সঙ্গে আনা যাবে না। উচ্চতর চিকিৎসা, হিয়ারিং এইড, পেসমেকার ছাড়া অন্য কোনো ডিভাইস বা সরঞ্জাম কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত কেন্দ্রগুলো ও আশপাশের এলাকায় ২০০ গজ পর্যন্ত জনসাধারণের প্রবেশ সীমিত থাকবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।