সফল উদ্যোক্তা মোহাম্মদ কামরুল কায়েস: প্রযুক্তি দিয়ে শত পরিবারের স্বপ্ন পূরণ

by The Justice Bangla

মোহাম্মদ সামিরঃ চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কামরুল কায়েস দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে প্রযুক্তি দিয়েও গড়া যায় সফলতার এক দৃষ্টান্ত। একসময় সীমিত পরিসরে শুরু করা তার আইটি উদ্যোগ জি এম আইটি আজ শতাধিক পরিবারের ঘরে কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে।

শুরুটা শূন্য থেকে প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই যাত্রা শুরু করেন কামরুল কায়েস। সীমিত মূলধন, অভিজ্ঞতা আর নানা চ্যালেঞ্জ পেরিয়ে তিনি গড়ে তোলেন একটি ছোট্ট টিম। সেই টিম থেকেই আজকের জি এম আইটি। শুরুতে শুধু স্থানীয় পর্যায়ে সেবা দিলেও ধীরে ধীরে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মটিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেন।

কর্মসংস্থানের প্ল্যাটফর্ম জি এম আইটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে তরুণদের জন্য এক কর্মসংস্থানের ক্ষেত্র। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সরাসরি ও পরোক্ষভাবে শতাধিক মানুষ কাজ করছেন। কেউ আইটি সেবা প্রদান করছেন, কেউ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। ফলে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে পরিবারগুলোতে এসেছে স্বচ্ছলতা।

দৃষ্টিভঙ্গি ও স্বপ্ন কামরুল কায়েসের মতে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকারত্ব সমস্যা অনেকটা কমানো সম্ভব। তার ভাষায়, তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। আমি চাই, আমাদের প্রতিষ্ঠান থেকে আরও অনেক তরুণ আইটি সেক্টরে নিজেদের প্রতিষ্ঠিত করুক।

অনুপ্রেরণা তরুণদের জন্য
উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ কামরুল কায়েস এখন শুধু চট্টগ্রাম নয়, দেশের তরুণদের জন্যও এক অনুপ্রেরণার নাম। তার সাফল্যের গল্প প্রমাণ করে স্বপ্ন যদি সত্যিকারের হয়, পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনায় তা একদিন বাস্তবে রূপ নেয়।

You may also like

Leave a Comment