মোহাম্মদ সামিরঃ একটা সময় ছিলো সাংবাদিক শব্দটি শুনলেই মানুষের চোখে আলোর ঝলকানি আসতো।
সাংবাদিকদের সাথে পরিচয় বা বন্ধুত্ব মানে ছিলো গর্ব, সম্মান আর একধরনের নিরাপত্তা। কারণ তখন সাংবাদিক মানেই ছিলো অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কলম, আর অন্ধকারে আলোর প্রদীপ।
কিন্তু আজ সেই সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে দ্রুত।
এখন হাতে একটি প্রেস কার্ড থাকলেই যে কেউ সাংবাদিক হয়ে যায়।
গলিতে মোড়ে মোড়ে, থানায় আদালতে, এমনকি সামাজিক আসরেও প্রেস লেখা কার্ড দেখিয়ে দাপট দেখানো মানুষ এখন অচেনা নয়। অথচ তাদের বেশিরভাগের নেই সাংবাদিকতার মৌলিক জ্ঞান, নেই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে শুধু সুবিধাবাদের হিসাব নিকাশ।
এই ভুঁইফোঁড় সাংবাদিকরা সাংবাদিকতার আসল মর্যাদা কেড়ে নিচ্ছে।
আজ আর মানুষ সাংবাদিক দেখলে গর্বিত হয় না, বরং মনে মনে প্রশ্ন করে এ কি আসলেই সাংবাদিক, নাকি কার্ডবাজ?
তাদের অনেকে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে মাসোহারা নেয়, বাজারে বন্দরে প্রভাব খাটায়, আর যেকোনো সমস্যায় প্রেস কার্ড দেখিয়ে সুবিধা আদায় করে। ফলাফল, আসল সাংবাদিকরাই হয়ে পড়ছে কোণঠাসা।
অন্যদিকে যারা সত্যিকারের সাংবাদিক, তারা সবচেয়ে অসহায় অবস্থায় আছেন। অনেকেই মাসের পর মাস বেতন পান না। সৎভাবে সত্য প্রকাশ করলে মামলা, হামলা আর হুমকির মুখে পড়েন। অনেককে চাকরি হারাতে হয়েছে শুধু প্রভাবশালীদের বিরুদ্ধে লেখার কারণে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা প্রমাণ করে সত্য বলার জায়গাটা কতটা সংকীর্ণ হয়ে পড়েছে।
একসময় সাংবাদিকতা ছিলো সমাজের চতুর্থ স্তম্ভ, মানুষের আস্থা ও ভরসার জায়গা। কিন্তু আজ সেটা ধীরে ধীরে ধসে পড়ছে। আসল সাংবাদিকরা কোণঠাসা হয়ে যাচ্ছেন, আর কার্ডের রাজারা সামনে এসে দাঁড়াচ্ছে।
সাংবাদিকতা ছিলো অন্ধকারে আলোর প্রদীপ। দুঃখজনকভাবে, সেই প্রদীপ আজ নিভে আসছে
কেউ ইচ্ছাকৃতভাবে নিভিয়ে দিচ্ছে, আবার কেউ নিজেরাই তা বিক্রি করে দিচ্ছে সামান্য স্বার্থের বিনিময়ে।