নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে আইনগত লড়াইয়ে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড Facebook আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।
ভিডিও বার্তায় জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তাঁর পক্ষে লড়াই করব না। তিনি আরও বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে এমন তথ্য জানলেও, এ সংক্রান্ত ফরমাল চিঠি এখনো হাতে পাননি। নিয়োগপত্র পেলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন।
তাঁর বক্তব্য, চিঠি হাতে পেলে ফরমাল উপায়ে পদত্যাগের বিষয়টি জানাব।
নিজের ঘোষণায় তিনি জানান, সম্প্রতি তাঁর বন্ধু ফজলুর রহমান–এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি ওই মামলায় তাঁর পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করবেন।
একই ভিডিও বার্তায় তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর মামলায় দণ্ডপ্রাপ্ত হাসিনার দুই সন্তান সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়–এর পক্ষে আইনি লড়াইয়ে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তাঁর ভাষ্য, নারী তারকা বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তিনি ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবেন।
এ ঘোষণাকে কেন্দ্র করে আইনাঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, একই পরিবারের সদস্যদের পক্ষে আইনি সহায়তার ঘোষণা এবং প্রধান আসামির পক্ষে লড়াই না করার বক্তব্য দেশের চলমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় বিশেষ গুরুত্ব বহন করছে।