রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

by The Justice Bangla

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় উখিয়ার পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়
উখিয়ার পালংখালীর জহির আলমের ছেলে আব্দুন নুরকে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment