রাফিনহার জোড়া গোলে এল ক্লাসিকো জিতে সুপার কাপ ধরে রাখল বার্সেলোনা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ এল ক্লাসিকোর ঝাঁজ বলতে যা বোঝায়, তার পূর্ণ প্রতিফলন ঘটেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় দর্শকদের মোহগ্রস্ত করে রাখে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই। শেষ পর্যন্ত শিরোপা জয়ের উদযাপনে মোহ ভাঙায় কাতালানরা। রোমাঞ্চকর এই ম্যাচে রাফিনহার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছেই রাখে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে শুরুটা ছিল বেশ সতর্ক। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। অবশেষে ৩৬তম মিনিটে গোলের খাতা খোলেন রাফিনহা। ব্রাজিলিয়ান তারকার এই গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

চমক দেখা যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দল মিলে তিনটি গোল করে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সে ঢুকে বার্সেলোনার দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি রিয়ালের। কিছুক্ষণ পরেই পেদ্রির বাড়ানো বল থেকে গোল করে বার্সাকে আবার লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি।

তবুও থেমে থাকেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৭১তম মিনিটে বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেলেও লামিন ইয়ামালের কাছ থেকে নেওয়া নিচু শট ১০ গজ দূর থেকে স্লাইড করে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তবে এক মিনিট পরই কাঙ্ক্ষিত তৃতীয় গোল পায় বার্সেলোনা। বক্সের ভেতরে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার নেওয়া শট রিয়াল ডিফেন্ডার আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়।

এই গোলেই নিশ্চিত হয় বার্সেলোনার শিরোপা। বার্সার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি রাফিনহার সপ্তম গোল। এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও নায়ক হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান।

You may also like

Leave a Comment