মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩জন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্ট গার্ড কেরুণতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শট গানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ সন্ত্রাসী শাহজানসহ তার ২ সহযোগি কুখ্যাত সন্ত্রাসীদের আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।