মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মহামায়া ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আলমগীর বিএ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল মোমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক মুন্সী আবদুল কাইয়ুম মেম্বার ও আবদুল হালিম।
আরও উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হানিফ মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানজীব রেজবী, যুবদলের সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী, মোহাম্মদ আশিক, মোহাম্মদ রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ পারভেজসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।