বৃষ্টি নামলেই কই মাছের ‘ভূমি অভিযান’- প্রকৃতির রহস্য কী বলছে?

by Samir Khan

প্রীতম সরকার: বর্ষপঞ্জিকায় মাসটা আষাঢ়-শ্রাবণ তীব্র বর্ষা। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার যেনো নামগন্ধ নেই। সাথে রয়েছে বজ্রপাত। আপনার বসবাসের বাড়িটা যদি পুকুর, খাল-বিল বা নদীর আশেপাশে হয় তবে আপনার হয়তো অদ্ভুত এক দৃশ্য দেখার সুযোগ মিলবে। দৃশ্যটি এমন, পানি থেকে মাছ উঠে আসছে মাটিতে। আবার সেটা কই মাছ। খুব অদ্ভুত তাই না?

মনে নিশ্চই প্রশ্ন জাগছে পানি থেকে কই মাছ আবার মাটিতে উঠে আসে কেনো? আর বৃষ্টি কিংবা আকাশে বজ্রপাত হলেই কেনো এই ঘটনা ঘটে‍?

কই মাছের পানি থেকে মাটিতে উঠে আসার ঘটনা অনেকেই দেখলেও এর কারণ কয়জনই বা জানি? আজকে না হয় কারণ জানার চেষ্টা করবো!

গ্ৰামের মানুষ বিষয়টি জানে- মাছ উজানো নামে। উজান অর্থ স্রোতের বিপরীতে যাওয়া।

কই মাছের মাটিতে উঠে আসার যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখা আমরা খুঁজতে যাই তবে বৈজ্ঞানিক ভাষায় একে বলে ট্যাক্সিস।

ট্যাক্সিস একটি জীববৈচিত্র্য প্রক্রিয়া যা মূলত জীবের বাহ্যিক কোনো উদ্দীপনার প্রতিক্রিয়ায় নির্দিষ্ট দিকে অভিমুখে চলাচলকে বোঝায়। যেমন তাপ, আলো, শব্দ, চাপ, পানি বা স্রোতের মতো উদ্দীপনায় সাড়া দিয়ে কোনো প্রাণীর যে দিকনির্দেশিত চলাচল, সেটিই মূলত ট্যাক্সিস।

কই মাছের পানি থেকে মাটিতে উঠে আসার অন্যতম একটি কারণ মূলত এই ট্যাক্সিস অর্থাৎ পানি বা স্রোতের সাথে সাড়া দেওয়া।

আবার অন্যদিকে বর্ষার আগে বহুদিন বৃষ্টিপাত না হওয়ায় জলাশয়ে মাছের জন্য খাবার ও অক্সিজেনের অভাব দেখা যায়। ফলে খাবার ও অক্সিজেনের সন্ধানে বৃষ্টি হলেই কই মাছ নতুন পানির দিকে ছুটতে থাকে। এভাবে নতুন স্রোত ও নতুন পানির দিকে ছুটতে ছুটতে কখনো তারা মাটিতে উঠে আসে।

বহুদিন বৃষ্টি না হওয়ার কারণে বর্ষার আগ থেকেই খাবার অক্সিজেনের সন্ধানে‌ অস্থির হয়ে উঠে মাছগুলো। আর বৃষ্টি নতুন স্রোত পেলেই ছুটে চলে স্রোতের দিকে। শুধু কই মাছ না, সিং, কুতুম, মাগুর মাছের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা যায়।

তাই অতিবৃষ্টি কিংবা বজ্রপাত হলে কই মাছ কিংবা সিং মাছের মাটিতে উঠে আসা দেখে অলৌকিক কোনো ঘটনা ভাবার কারণ নেই বরং প্রকৃতির নিয়মেই এমন ঘটনা। এটি প্রাণিকূলের অভিযোজনের অংশ।

You may also like

Leave a Comment