নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উপলক্ষে “Think Health, Think Pharmacist” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (BGCTUB) এর ফার্মেসি বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে BGCTUB Pharmacy Students Forum।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শরীফুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার, আলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড। সভাপতিত্ব করেন জাহেদ বিন রহিম, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, BGCTUB।
প্রধান অতিথির বক্তব্য
মোহাম্মদ শরীফুর রহমান বলেন
একজন ফার্মাসিস্ট কেবল ওষুধ সরবরাহকারী নন, বরং রোগীর সুস্থতা নিশ্চিত করার একজন নির্ভরযোগ্য সহযাত্রী। আধুনিক স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সভাপতির বক্তব্য জাহেদ বিন রহিম বলেন ফার্মেসি শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয় এটি মানুষের জীবন রক্ষার সঙ্গে সম্পর্কিত একটি মহৎ পেশা। গবেষণার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।
বিশেষ অতিথিদের বক্তব্য
ড. এস. এম. শোয়াইব, রেজিস্ট্রার ইন-চার্জ, BGCTUB বলেন
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। পেশাগত দক্ষতা বাড়াতে হাতে-কলমে অভিজ্ঞতার বিকল্প নেই।
প্রফেসর ড. হযরত আলী মিয়া, ট্রেজারার, BGCTUB বলেন
ফার্মেসি পেশা সমাজে আস্থা অর্জন করেছে। এই আস্থা ধরে রাখতে হলে সততা, নৈতিকতা এবং পেশাগত মানদণ্ডের প্রতি অবিচল থাকতে হবে।
ড. অনিন্দ কুমার নাথ, ডিন ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, USTC বলেন
ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করাই ফার্মাসিস্টদের প্রধান দায়িত্ব। একটি ভুল প্রেসক্রিপশন বা ডোজ রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ড. জিয়া উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, USTC বলেন
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ফার্মাসিস্ট নেতা। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্যখাতে এগিয়ে যেতে পারবে।
শারমিন লিরা, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, BGCTUB বলেন
নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা স্বাস্থ্যসেবায় বৈচিত্র্য ও সমৃদ্ধি আনবে।
সালাউদ্দিন শাহরিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, BGCTUB বলেন
ফার্মেসি শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্বশীলতা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণ
আলোচনা শেষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ফার্মেসি শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা, গবেষণা এবং পেশাগত উন্নয়ন নিয়ে মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন।
সর্বসম্মত অভিমত বক্তারা সর্বসম্মতভাবে মত দেন যে, আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টরা শুধু ওষুধ প্রস্তুত বা বিতরণেই সীমাবদ্ধ নন; বরং রোগীসেবা, সঠিক চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও তারা অপরিহার্য অংশীদার।
আয়োজকরা সাদিদ ওয়াহাব,
আহসান হাবিব, মো. সাকিব উদ্দিন চৌধুরী, ,নাজি উল্লাহ মোহাম্মদ তামীম, মো. সাইমুন হোসাইন, আশরাফ সেতু, আহাদ, এস. এস.এম. ইমরুজ সিকদার, নাঈম উদ্দিন
প্রেরক BGCTUB Pharmacy Students Forum
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ