বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিলের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

রোববার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অন্তত তিনটি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন তারা।

নেতারা আরও অভিযোগ করেন, গত ১০ জানুয়ারি জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এমনকি নির্বাচিত হলে বিপ্লবীদের বাড়িছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য চরম উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ও ব্যানার অপব্যবহারের ঘটনাও তীব্র ভাষায় নিন্দা জানানো হয়।

এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ এবং চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ।

লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার এবং অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত “বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা” ব্যানারের একটি কর্মসূচিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত কোনো প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়—
১) অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত,
২) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৩) গুরুতর মামলার প্রেক্ষিতে জসীম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল এবং
৪) চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।

এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সংগঠক এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, দক্ষিণ জেলার সংগঠক ও জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠক মো. সাইফুল ইসলাম রাব্বি, মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. মঈনুদ্দীন, সংগঠক মো. হাসিবুল হাছান সাওয়াল, সালমান শামীম এবং দ্যা রেড জুলাই চন্দনাইশ উপজেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসাইন রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment