বাংলা সনের পঞ্চম ঋতুতে শীতের ফ্যাশন

শীত মানেই নিজেকে নতুন স্টাইলে উপস্থাপন

by The Justice Bangla

সামির হোসেন মোহনঃ বাংলা সনের পঞ্চম ঋতু শীত। পৌষ ও মাঘ এই দুই মাস মিলেই শীতকাল। আর শীত এলেই পোশাক-ফ্যাশনে নতুনত্ব আনার প্রবল আগ্রহ দেখা যায় সবার মধ্যে। বিশেষ করে ছেলেদের জন্য শীতকাল যেন নিজেকে ফ্যাশনের সঙ্গে নতুন রূপে উপস্থাপনের সবচেয়ে উপযুক্ত সময়।

একসময় ফ্যাশন শব্দটি কেবল মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এমন ধারণা প্রচলিত ছিল। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। বর্তমান প্রজন্মের ছেলেরা এখন রংবেরঙের পোশাক, নতুন ডিজাইন ও ভিন্নধর্মী স্টাইলের সঙ্গে সহজেই মানিয়ে নিচ্ছেন। ফ্যাশন সচেতনতায় এখন পুরুষরাও পিছিয়ে নেই।

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনের সংজ্ঞাও বদলাচ্ছে। শুধু নামী-দামী ব্র্যান্ডের পোশাক পরলেই ফ্যাশন সচেতন হওয়া যায় এমন ভাবনাও এখন আর নেই। বরং নিজের ব্যক্তিত্ব, অনুষ্ঠান ও ঋতুর সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করাটাই আধুনিক ফ্যাশনের মূল কথা। আর এই জায়গাতেই শীতকাল হয়ে ওঠে পুরুষদের ফ্যাশনের সবচেয়ে বড় ক্ষেত্র।

শীত মানেই ছেলেদের জন্য নিত্যনতুন পোশাকের সমাহার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো জ্যাকেট। উষ্ণতা দেওয়ার পাশাপাশি জ্যাকেট আপনাকে করে তুলতে পারে দারুণ স্টাইলিশ। তাই পার্টি কিংবা দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে বিভিন্ন ফ্যাশন হাউস প্রতিবছর নতুন নতুন ডিজাইনের জ্যাকেট বাজারে আনে।

বর্তমানে ট্রেন্ডে রয়েছে লেদার ও পিউ লেদারের ফ্যাশনেবল জ্যাকেট, কৃত্রিম লেদারের জ্যাকেট, টুইড জ্যাকেট, বেসিক ওয়েস্টলেস জিপ-ফ্রন্ট, ক্লাসিক লেন্থ জিপ-ফ্রন্ট এবং বোম্বার জ্যাকেট। এসব জ্যাকেট তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শীতের স্টাইলিশ আউটলুকের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ব্লেজার। ফরমাল ব্লেজারের পাশাপাশি ক্যাজুয়াল ব্লেজারও এখন সমানভাবে জনপ্রিয়। শর্ট বডি ফিটিং, হ্যান্ডস্টিচ, এমব্রয়ডারি, বাটনলেস ডিজাইন, টপসিন, বেন কলার কিংবা শার্ট কলার ডিজাইনের ব্লেজারগুলো শীতের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে।

এ ধরনের ব্লেজারের মধ্যে নতুন সংযোজন হলো টার্টন এমব্রয়ডারি ব্লেজার। বর্তমানে এমন ব্লেজারও তৈরি হচ্ছে, যা ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের অনুষ্ঠানেই অনায়াসে পরা যায়। সেমি-ক্যাজুয়াল পোশাক হিসেবেও এগুলো অনেকের পছন্দের তালিকায় রয়েছে।

এছাড়া সুতি প্রিন্টের বডি-ফিটিং শর্ট জ্যাকেট, বোম্বার জ্যাকেট, প্যারাসুট ও ফেক লেদারের জ্যাকেট, এমব্রয়ডারি নকশার বডি-ফিটিং জ্যাকেট যেগুলো দেখতে অনেকটা কোটের মতো শীতের ফ্যাশনে আলাদা নজর কাড়ছে।

সব মিলিয়ে বলা যায়, বাংলা সনের পঞ্চম ঋতু শীত এখন আর শুধু ঠান্ডার মৌসুম নয় এটি ছেলেদের জন্য ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচনের সময়।

You may also like

Leave a Comment