পাঁচলাইশে পুলিশের অভিযানে চুরির স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার, ভাশুর গ্রেফতার

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চুরির ঘটনায় চোরাইকৃত ১০ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার ও গলিত স্বর্ণের পাত এবং নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাশুর মিজানুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মামলার বাদী সাইফা হায়াতের (৩২) প্রবাসী স্বামীর ছোট ভাই মিজানুর রহমান ১২ সেপ্টেম্বর সকালে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে নগরীর ২নং গেইট এলাকার ভাড়া বাসায় প্রবেশ করে। পরে আলমিরা থেকে প্রায় ১৫.৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ১,৬০০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ হাজার) চুরি করে নিয়ে যায়।

বাদী বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মো. আল-আমিন খান প্রযুক্তির সহায়তায় গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রহমান নগর বি-ব্লক এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করেন।

তার দেখানো মতে চান্দগাঁও, কোতোয়ালীসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়—স্বর্ণালংকার: ২ ভরি ৪ আনা

গলিত স্বর্ণের পাত: ৮ ভরি নগদ টাকা: ৬ লাখ ৭০ হাজার টাকা

গ্রেফতার আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment