স্পোর্টস ডেস্ক: ইনজুরি এই শব্দ যেনো নেইমারের জীবনের সব চাইতে বড় অভিশাপ। এই অভিশাপের কবল থেকে যেনো রেহাই পাচ্ছেন না অন্যতম বিশ্বসেরা এই ফুটবলার!
মাঠে ফেরার সংগ্ৰাম বহুদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। নেইমারের মতো ব্রাজিলের ভাগ্যটাও ভালো যাচ্ছে না বহুদিন ধরে। ব্রাজিলের ভাগ্য বদলাতে নতুন কোচ কার্লো আনচেলত্তির আগমন ঘটলেও এবার জাতীয় দলে আগমন ঘটেনি নেইমারের।
এবার নতুন কোচ আনচেলত্তির পক্ষ থেকে নেইমারের কাছে ডাক আসেনি। ধারণা করা হচ্ছে হয়তো পুরোপুরি ফিট অবস্থাতেই তাকে চায় মাস্টারমাইন্ড আনচেলত্তি।
তবে খুব শীঘ্রই দলে জায়গা করে নিতে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। সম্প্রতি ব্রাজিলিয়ান এই ফুটবলার আলোচনায় আসেন ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচে লালকার্ড পেয়ে। তবে সেটাও অবশ্য অদ্ভুত এক কারণে। হাত দিয়ে গোল করে লাল কার্ড পেতে হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।
বোতাফোগোর বিপক্ষে ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করার কারণে এই লাড কার্ডের দেখা পান তিনি।
বলে রাখা ভালো, প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ডের দেখা পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। পরবর্তীতে ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করার কারণে তার দ্বিতীয় হলুদ কার্ড রুপান্তরিত হয় লাল কার্ডে। আর লাল কার্ড শুধু নেইমার নয় বরং দুর্ভাগ্য ডেকে আনে সান্তোসের কপালেও। শেষ পর্যন্ত ১-০ তে হারার দেখা পান নেইমারের দল।
মূলত গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে, বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। পরবর্তীতে রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার, এতে বোতাফোগোর খেলোয়াড়রা আপত্তি জানালে রেফারি তা আমলে নেন এবং পরবর্তীতে নেইমারের হাত দিয়ে গোলের ব্যাপারটা রিপ্লাই ভিডিওতেও ধরা পড়ে।
মার্চের পর এই প্রথম একাদশের হয়ে মাঠে নামলেন নেইমার। তার জন্য বিশেষ একটা ম্যাচ হলেও শেষটা হয় লাল কার্ডের!
১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে সান্তোসের অবস্থান ১৮ নম্বরে। আর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বোতাফোগো।