ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিআরবিতে গ্রেপ্তার

by Samir Khan

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকিবুল ইসলাম সাকিবকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (২ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (৩ জুন) র‍্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাকিবুল ইসলাম সাকিবকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিআরবি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুল ইসলাম চট্টগ্রাম নগরীর চকবাজার থানার হিরোমনি এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ২০১৯ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় সাকিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment