দেয়াল ধ্বসে রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু

by Samir Khan

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি আশ্রয় কেন্দ্রে মাটির দেয়াল চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছে।

সোমবার (২ মে) ভোরে, উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ৩ ইস্ট ব্লকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াস (২২) উখিয়ার ওই ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে এবং আহত কামাল উদ্দিন (১২) একই ক্যাম্পের বাসিন্দা।

তিনি জানান, ২ নম্বর ক্যাম্পের পাশের একটি দেয়াল ধসে পড়লে দুই রোহিঙ্গা আহত হন। সেখান থেকে মোহাম্মদ আয়াসকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ওই দুই রোহিঙ্গা মিয়ানমার থেকে নতুন এসেছে। দুইজনেই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। তারা এখনও নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক নিবন্ধন কার্ড পায়নি।

You may also like

Leave a Comment